কার্যক্রম
ডা. শফিকুর রহমান
যাকাতের প্রকৃত মেজাজ সমাজে ছড়িয়ে দিতে হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত রমাদান ও যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত, ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন।

ইখলাস স্বচ্ছতা ও আমানতদারিতার সাথে সহিহ নিয়তে যাকাত আদায় করা। দুনিয়ার জীবনকে প্রশান্তিময় ও বরকতপূর্ণ করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো যাকাত। সিয়াম ও যাকাতের মাধ্যমে বান্দার হক পূরণে মানবতার কল্যাণের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসার সম্পর্ক সৃষ্টিতে তৎপর হতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত রমাদান ও যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত, ডাক্তার শফিকুর রহমান উপরোক্ত কথা বলেছেন।
ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভানেত্রীত্বে সহকারি সেক্রেটারীদ্বয় ডাক্তার শাহানা পারভীন লাভলী ও জান্নাতুল কারীম সুইটির সঞ্চালনায় গত ২০ শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ২:৪৫ এ অনলাইন জুম মিটিং এ ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ কর্তৃক রমাদান ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারী নুরুন্নিসা সিদ্দিকা,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারী মাহবুবা খাতুন শরিফা।
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দিকা বলেন, রমাদানে সিয়াম পালনের মাধ্যমে ব্যক্তি হিসেবে নিজের সফলতা খুঁজে নিতে হবে। তাকওয়া অবলম্বন ও আত্মশুদ্ধির মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সংশোধনের পদক্ষেপ নিতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, যাকাত আদায় করে দারিদ্র্য জনগোষ্ঠীর সংকট দূরীকরণের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে। সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা পালনে অর্থনৈতিকভাবে দুর্বল নারীদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য আর্থিক পরিশুদ্ধতার মাধ্যমে ত্যাগ কোরবানীর মানসিকতা সৃষ্টিতে তৎপর হতে হবে। ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারী মাহবুবা খাতুন শরীফা বলেন, রমাদানে ব্যক্তিগত ইবাদাতের পাশাপাশি তাকওয়াপূর্ণ সমাজ গঠনে পারিবারিক ও সামাজিক পরিবেশ সুন্দর ও পবিত্র করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন ২০২৪ সালের সমাজকল্যাণ প্রতিবেদন ও ২০২৫ সালের পরিকল্পনা ও বাজেট উপস্থাপনের পর তার সমাপনী বক্তব্যে, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে পারিবারিক ও সামাজিক অস্থিতিশীলতা দূর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।