আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী '২০২৫
ঢাকা মহানগরী দক্ষিণ,মহিলা বিভাগ, সাহিত্য সাংস্কৃতিক বিভাগের উদ্যোগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারী,২০২৫ অনুষ্ঠিত হল- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী '২০২৫।
তামিরুল মিল্লাত কামিল মহিলা মাদ্রাসার অডিটোরিয়ামে পরিপাটি ,সুসজ্জিত- মনোরম একটি পরিবেশে, সমাগম হয় উপস্থিত দর্শনার্থী ও প্রতিযোগী।
বোন ইমরানা সুমাইয়া এবং বোন শিরিন আক্তারের সঞ্চালনায় আয়োজনের শুরুতেই ছিল বোন তুবা তাবাসসুম এর সুরলিত কন্ঠের কুরআন তেলাওয়াত এবং বোন তাহিরার হৃদয় সিক্তকরন অনুবাদ।
পরক্ষণেই উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার উন্মোচন করেন মুহ.তাহমিনা আক্তার সুরমা,সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সম্পাদিকা, ঢাকা মহানগরী দক্ষিণ, মহিলা বিভাগ।
আপুর দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি কণ্ঠ সৈনিককে প্রাণবন্ত করে তোলে। সেই সাথে অনুষ্ঠানটিকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য হামদে বারি তা'আলা পেশ করেন সবার প্রিয় শিল্পী বোন, নাদিয়া বিনতে মাহতাব।
পরক্ষণেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত! প্রতিটি ধাপে ধাপে;ওয়ার্ড থেকে থানা, থানা থেকে জোন এবং জোন থেকে বিজয়ী প্রতিযোগিরা মহানগরী পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। আর এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন মুহতারামা মাহবুবা খাতুন শরীফা ও মুহতারামা জান্নাতুল কারীম সুইটি, সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ, মহিলা বিভাগ। এছাড়া বিচারক প্যানেলে আরো ছিলেন মুহতারামা জান্নাত আরা শেলী এবং মাহমুদা নাজনীন, কর্মপরিষদ (ঢা,ম,দ), যাদের এই অক্লান্ত পরিশ্রম ও গুরু দায়িত্বের মাধ্যমে সুসম্পন্ন হয় ক, খ এবং গ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ!
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সম্পাদিকা মুহতারামা নাজমুন নাহার নীলু আপা। আয়োজনের শুরু থেকে আপার উপস্থিতি ও প্রানবন্ত চমৎকার বক্তব্য সবাইকে উজ্জীবিত করে।
এছাড়া আমাদের এই পুরো আয়োজনের মাঝে আমাদের ছোট্ট সোনামণিদের বিভিন্ন পরিবেশনা ছিল উপভোগ্য। এছাড়া ছিল, দক্ষিনের শিল্পীদের পরিবেশনায় দলীয় সঙ্গীত, একক সংগীত,দেশাত্মবোধক গান এবং নাটিকাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।
"পরবর্তীতে আয়োজনের মূল আকর্ষন ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী ফলাফল ঘোষণা করেন বিভাগীয় সম্পাদিকা তাহমিনা আক্তার সুরমা আপা এবং প্রতিযোগিদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রিয় রাহবারগণ....
আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসে আমাদের আয়োজনকে আরও বেশি চমকপ্রদ করে তোলেন আমাদের প্রিয় রাহবার মুহতারামা আয়েশা সিদ্দিকা পারভীন আপার অভিনন্দন এবং পুরস্কার বিতরনী। এই আবৃত্তি প্রতিযোগিতার সাথে আরো বেশ কিছু আয়োজন সম্পৃক্ত ছিল, দেয়ালিকা প্রদর্শনী পুরস্কার,তথ্যচিত্র প্রদর্শনীর শ্রেষ্ঠ পুরস্কার এবং সেই সাথে ছিল মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা স্টল বিজয়ী পুরস্কার।
এছাড়া কিডস কর্নারে শিশু সমাবেশ সহ শিশুদের শিক্ষামূলক এবং বিনোদনমূলক নানা আয়োজন ছিল শিশুদের আকর্ষনের কেন্দ্রবিন্দু।
সর্বশেষে সমাপনীর কথার মধ্য দিয়ে শেষ হয় সাহিত্য সাংস্কৃতিক বিভাগের চমৎকার এই আয়োজন।