আমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকে এসে উপনীত হয়েছি, আর এই শেষ দশকের মধ্যেই আছে পবিত্র লাইলাতুল কদরের মহিমান্বিত রজনী।

এ রাতেই পবিত্র মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, আর তাই মুসলিম উম্মাহর জন্য লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যাধিক।লাইলাতুল কদর মানবজাতির জন্য এক বরকতময় ও পূন্যময় ভাগ্য রজনী।

এ রাত "হাজার মাসের চেয়েও উত্তম"। আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এই রাত।

এই মহিমান্বিত রজনী সকলের জন্য ক্ষমা বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক- মহান আল্লাহর দরবারে এ মোনাজাত করছি।

আমরা এমন একটি সময়ে শেষ দশকে এসে উপনীত হয়েছি - যার দুদিন আগে ফিলিস্তিনে ভয়াবহ ইসরাইলি সন্ত্রাসী হামলা সংগঠিত হয়েছে।

আসুন লাইলাতুল কদরের এই রজনীতে আমরা সর্ব শক্তিমান আল্লাহর দরবারে ফিলিস্তিন সহ সকল নির্যাতিত মজলুম ভাই বোনদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। বিশেষ করে ইসরাইলি হায়েনা থেকে মুক্তি পেতে গাজাবাসীর জন্য জায়নামাজে অশ্রুসিক্ত আকুল আবেদন জানাই।

আসুন সকলে নিজেদের ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশের বর্তমান সংকট ও পরিস্থিতির জন্য ও লাইলাতুল কদরের রাতগুলোয় আল্লাহর দরবারে অনেক বেশি ধরণা দেই। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দোয়াগুলো কবুল করুন, আমীন।।

মা'আসসালাম,
আয়েশা সিদ্দিকা পারভীন
কেন্দ্রীয় কর্মপরিষদ ও
সেক্রেটারী
মহিলা বিভাগ, ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশের জামায়াতে ইসলামী