আজ ১৭ মার্চ ঢাকা মহানগরী দক্ষিণ এর উদ্যোগে সিটি অফিসে সকাল ১০ টা থেকে মুহতারামা রাহেমা চৌধুরী বেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হলো রুকন প্রার্থী টিসি। এই আয়োজনে সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগরীর সম্মানিতা সেক্রেটারী ও কেন্দ্রীয় কর্মপরিষদ মুহতারামা আয়েশা সিদ্দিকা পারভীন।।

"আমাদেরকে স্বেচ্ছায় দ্বীনের পথে, আল্লাহর রাস্তায়, রাসুলের দেখানো পথে এগিয়ে যেতে হবে" এই উদাত্ত আহ্বানের মাধ্যমে উদ্দীপনামূলক উদ্বোধনী বক্তব্য রাখেন, মুহতারামা মাহবুবা খাতুন শরীফা, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ।

সুরা তাওবার ২৪ নং আয়াত এর ত্যাগ ও কুরবানির শিক্ষা বিষয়ক শিক্ষনীয় দারস পেশ করেন মুহ. রিক্তা বেগম, তালীমুল বিভাগীয় দায়িত্বশীলা। দারসে
মুনাফিকের বৈশিষ্ট্য,যাকত,ত্যাগ ও কুরবানি,ঈমানী পরীক্ষা এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপিত হয়।

সিলেবাস ভিত্তিক জ্ঞানার্জনের প্রতি উদ্বুদ্ধ করে সহজ ভাষায় শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে বিভিন্ন মতবাদ, দ্বীন ও শরীয়ত, মুয়ামালাত, আনুগত্য, পর্দা, ইকামাতে দ্বীনের উপর বক্তব্য পেশ করেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও ডেমরা জোন পরিচালিকা মুহ.মাহমুদা নাজনীন।

গঠনতন্ত্রের বাছাইকৃত ধারা সমূহের উপর বক্তব্য পেশ করেন মুহ. মাহবুবা খাতুন শরীফা, সহকারী সেক্রেটারী, ওয়ারি জোন পরিচালিকা। বক্তব্যের শুরুতেই কঠিন ধারাকে সহজ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গঠনতন্ত্রের ভূমিকার ৮ টি পয়েন্ট ধরে বুঝিয়ে দেন। আলহামদুলিল্লাহ।

সহ.সেক্রেটারী ও খিলগাঁও জোন পরিচালিকা মুহ. জান্নাতুল কারীম সুইটি ইসলামি আন্দোলন সাফল্যের শর্তাবলি বইটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন।

রিপোর্ট পর্যালোচনার মধ্য দিয়ে উপস্থিত বোনেদের আখিরাতমুখী সফল জীবন গঠনে বাইয়াত গ্রহনে দিক নির্দেশনা দেন মুহ. আয়েশা সিদ্দীকা পারভীন, সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ, ঢাকা মহানগরী দক্ষিণ। নিয়মিত রিপোর্ট রাখা, রিপোর্টে ব্যালেন্স রাখা, টার্গেট ভিত্তিক যোগাযোগ, সাহিত্য পাঠ ও কুরআন হাদীস অধ্যয়নের ব্যাপারে পরামর্শ দেন তিনি।
পরিশেষে কবিরা গুনাহ পরিহার করে কথা কাজের মিল রাখার মধ্য দিয়ে নিজেকে মুহসিন হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে শিক্ষা শিবিরের সমাপনী ঘোষণা করেন।