মহিলা বিভাগ | বাংলাদেশ জামায়াতে ইসলামী | ঢাকা মহানগরী দক্ষিণ

মহিলা বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

health camp

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ,২৫ ফেব্রুয়ারী,বুধবার মতিঝিল জোন কর্তৃক সকাল ১১.৩০ থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মtহানগরী দক্ষিন, মহিলা বিভাগের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

শাহজাহানপুর পূর্ব থানার মির্জা আব্বাস মহিলা কলেজ প্রাঙ্গনে ডাক্তারদের স্বত:স্ফুর্ত সেবা, স্বেচ্ছাসেবিকা বোনদের আন্তরিক সহযোগিতায় হেলথ ক্যাম্পে ১০০ জন রুগী সেবাপ্রাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ।

সম্মানিত আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দিয়েছেন যারা:

➤ডাঃ শেখ মুজিবুর রহমানঃশিশু বিশেষজ্ঞ

➤ডাঃ ইসমত আরা ইউসুফ:সহযোগী অধ্যাপক,গাইনী বিশেষজ্ঞ

➤ডাঃ তাহমিনা শিরিন মিনু:গাইনী বিশেষজ্ঞ

➤ ডাঃ মাকসুদা আখতার কনাঃমেডিসিন ও স্কিন বিশেষজ্ঞ

➤ ডাঃ খাদিজা আক্তার (সুমি): মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ

আল্লাহ রাব্বুল আলামীন এ আয়োজনের সম্মানিত ডাক্তারগন সহ সংশ্লিষ্ট সকলকে সর্বদা মানবতার কল্যানে নিয়োজিত থাকার তৌফিক দিন। আমীন।।