নিশ্চয়ই রাত-দিনের পরিবর্তনে এবং আসমান ও জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তাতে খোদাভীরুদের (মুত্তাকিদের) জন্য নিদর্শন রয়েছে। (সুরা ইউনুস : ৬)।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
গত ১১ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ঢাকা মহানগরী দক্ষিণের তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে দুইভাগে থানার আইটি বিভাগীয় প্রতিনিধি বোনেদের অংশগ্রহণে মহানগরীর সম্মানিতা মেহমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো আইটি বিভাগীয় ওরিয়েন্টেশন।
বাস্তবায়ন কমিটির নিরলস পরিশ্রম আর সকলের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজন হয়ে উঠেছিল অত্যন্ত আকর্ষণীয়।
মূল অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে অংশ গ্রহণকারী থানা আইটি প্রতিনিধি বোনেদের৷ রেজিষ্ট্রেশন,ব্যাজ পরানো,আইট বিভাগীয় প্রয়োজনীয় নির্দেশনা সংক্রান্ত খাম এবং হালকা নাশতা পরিবেশনের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
🌷আয়োজনের শুরুতে সুরা রাদ আয়াত-১৬ তিলাওয়াত এবং সরল অর্থ পেশ করেন মুহ. ফাতিহা ফেরদৌসী সাকিয়া, মহা. আইটি বিভাগীয় সদস্য।
🌷উপস্থিত সকল বোনকে শুভেচ্ছা জানিয়ে একটি প্রাণবন্ত, উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আইটি বিভাগীয় ওরিয়েন্টেশন এর মূল কার্যক্রম উদ্বোধন করেন মুহ. তানহা আজমী, তথ্য প্রযুক্তি বিভাগীয় সম্পাদিকা, ঢাকা মহানগরী দক্ষিণ।
🌷এ পর্যায়ে সুললিত কণ্ঠে হামদ পরিবেশন করেন বোন সেলিনা আফরোজ।
🌷আয়োজনের মূল পর্ব পরিকল্পনা উপস্থাপন অংশটি অত্যন্ত চমৎকার করে সহজ ভাবে বোনদের বুঝিয়ে দিয়েছেন মুহ. তানজিনা, মহানগরী আইটি কমিটি মেম্বার।
🌷সালাতুল আসরের বিরতিতে সালাত আদায় করে অত্যন্ত শৃংখলার সাথে প্রতিনিধি বোনেরা নিজ প্রোফাইল লিংক গ্রুপে শেয়ার করেছেন যা ছিল আনুগত্যের নজির।
🌷আইটি বিভাগীয় প্রতিনিধিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশনটি ছিল রিপোর্ট ফর্ম বিষয়ক আলোচনা। মুহ মিথিলা আহমেদ, মহা. আইটি কমিটি মেম্বার অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, ধৈর্য্য সহকারে পুরো রিপোর্ট ফর্ম খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন যা উপস্থিত প্রতিনিধি বোনেদের রিপোর্ট তৈরি করতে সহায়তা করবে ইংশা আল্লাহ।
🌷আয়োজনে উপস্থিত ছিলেন সম্মানিতা মেহমান মুহ. মাহবুবা জাহান, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগীয় সম্পাদিকা। অনলাইন অপপ্রচারের মোকাবিলায় সোচ্চার হওয়া এবং সঠিক তথ্য প্রচারের হাতিয়ার হিসেবে অনলাইন ব্যবহারে সর্বোচ্চ অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য তিনি অত্যন্ত জোরালো বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সকলকে উৎসাহিত করেন।
🌷 আয়োজনের মধ্যমনি, সম্মানিতা প্রধান অতিথি ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় কর্মপরিষদ ও সেক্রেটারী মুহ. আয়েশা সিদ্দীকা পারভীন স্বভাবজাত মিষ্টি হাসির মাধ্যমে বোনেদের সামনে তুলে ধরেন সূরা আলে ইমরানের ১৪০-১৪১ নং আয়াত। একের অধিক বিভাগের দায়িত্ব প্রাপ্ত বোনেদের জন্য আন্তরিক শুভকামনা করে তিনি যোগ্য উত্তরসূরী তৈরি করার পরামর্শ দেন।
আর এই পুরোটা সময় জুড়ে পুরো আয়োজনকে সফল, সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে মহানগরী আইটি বিভাগীয় কমিটি সদস্য, সুরাইয়া তাজকিয়া আপুর সঞ্চালনা ।