গণমানুষের বৃহত্তম সংগঠন শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশের জন্মলগ্ন থেকেই একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি অর্জনই দলের প্রধান উদ্দেশ্য।

কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ বিনির্মাণ, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং মানবাধিকারসহ সকল নাগরিকের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সক্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সুসম্পর্ক প্রতিষ্ঠায় রয়েছে বিশেষ আগ্রহ ও দৃষ্টিভঙ্গি।